তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ঈদের ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফেরা’কে নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ অভিযান পরিচালনা করছে মৌলভীবাজার জেলা পুলিশ।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন ট্রাফিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ ও বেপরোয়া গতির যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা ট্রাফিক বিভাগ। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ বিষয়টি মাঠ পর্যায়ে সরাসরি তদারকি করছেন।
এছাড়াও পর্যটন শহর খ্যাত মৌলভীবাজার জেলায় বিভিন্ন দর্শনীয় স্থানে ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভীড় লক্ষ্যে করা গেছে। জেলার পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সাথে সমন্বয় করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় কাজ করছে জেলা পুলিশ।
মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নেতৃত্বে সার্বিক তদারকি করছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।