সব জল্পনা-কল্পনার মাড়িয়ে অবশেষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। চা বাগান অধ্যুষিত এলাকা এবং পর্যটনসমৃদ্ধ মৌলভীবাজারে ৪টি আসনে নৌকার মনোনয়ন পেলেন যথাক্রমে-
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চার বারের সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাবুদ্দিন।
মৌলভীবাজার-২ আসনে চমক দেখিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। এ আসনে আরও ৪ প্রার্থী ছিলেন দলের মনোনয়ন প্রত্যাশী।
মৌলভীবাজার-৩ আসনে বর্তমান সংসদ সদস্য নেছার আহমদকে বাদ দিয়ে নতুন মুখ ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমানকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। এ আসনে আরো ৬ জন নৌকা চেয়েছিলেন।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ১৯৯১ সাল থেকে ২০১৮ পর্যন্ত টানা ছয়বার এই আসনে সংসদীয় আসনে বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি এবার সপ্তমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রার্থী হলেন। এ আসনে আরো ৬ মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪৫ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি