প্রবাসী অধ্যুষিত ও একটি পাতা দু’টি কুঁড়ি চায়ের রাজ্যে পর্যটন কেন্দ্র মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে ড. উর্মি বিনতে সালাম দায়িত্ব গ্রহণ করেছেন। বিদায় ও নতুন কর্মস্থলে যোগ দিতে প্রাক্তন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।
সোমবার সকালে নতুন জেলা প্রশাসক হিসেবে ড. উর্মি বিনতে সালাম দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক প্রমূখ।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এর আগে দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। এতে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে অনু বিভাগে কর্মরত ড. উর্মি বিনতে সালামকে মৌলভীবাজার জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ জেলার দ্বিতীয় নারী জেলা প্রশাসক (ডিসি) নিযুক্ত হলেন।
এর আগে নারী উপ-সচিব ড. নাজিয়া শিরীন এই জেলায় দায়িত্ব পালন করে গিয়েছেন।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান