তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন আশঙ্কাজনক ভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, এতথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার জেলার ৯৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে করোনা পজেটিভ হয়েছেন ২৯ জন। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ২৯ শতাংশ।
এর আগে সোমবার (১৭ জানুয়ারি) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়। সে সময় করোনা পজিটিভি আসে ২৬ জনের।
এর আগের দিন রোববার (১৬ জানুয়ারি) ৭০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮ জনের। সে সময় সংক্রমণের হার ছিল ১১ শতাংশ।
সিভিল সার্জন জালাল উদ্দিন মুর্শেদ বলেন, বর্তমানে মৌলভীবাজারে নমুনা সংগ্রহ বেড়েছে। করোনা শনাক্তের হারও বাড়ছে। জনসাধারণকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। মৌলভীবাজারে গত কয়েকদিনে কয়েকটি মেলা অনুষ্ঠিত হয়েছে। ভিড়ের কারণে করোনার সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে।