মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন জুনু এর বিরুদ্ধে সরকারি বরাদ্দ আত্মসাতের লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের ৮ জন ইউপি সদস্য। গত সোমবার (৫ফেব্রুয়ারি) জেলা প্রশাসক বরাবর ইউপি সদস্যরা এ অভিযোগ দায়ের করেন। এনিয়ে গত কয়েক দিন যাবত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এতে করে স্থানীয় উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী। ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। সুনাম নষ্ট হচ্ছে সরকারের। ম্লান হচ্ছে প্রধানমন্ত্রীর গ্রামকে শহরে রূপান্তরিত করার মহতী উদ্যোগ।
অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, ইউনিয়ন পরিষদে সরকারি বরাদ্দকৃত, আধা-সরকারি (টিআর/কাবিকা) কাজে ১শতাংশ, অন্যান্য প্রকল্পের কাজ না করেও চেয়ারম্যান নিজে মনগড়া প্রকল্প দেখিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
এছাড়াও ইউপি সদস্যরা অভিযোগে উল্লেখ করেন, চেয়ারম্যান টিসিবির পুরো মালামাল উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে নিজে বিভিন্ন দোকানে চড়া দামে বিক্রি করেন এবং বাড়িতে নিয়ে যান। ইউপি সদস্যদের নিয়ে নিয়মিত মাসিক সভা করছেন না। ইউপি সদস্যরা অনিয়মের প্রতিবাদ করলে চেয়ারম্যান তাদের উপর ক্ষিপ্ত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ইউপি সদস্যদের অভিযোগ, ‘চেয়ারম্যানের অনিয়মে ইউপি সচিবও সহযোগিতা করছেন। তবে ইউপি সচিব তার উপর অভিযোগের বিষয়টি অস্বীকার করেন।’
ইউপি সদস্য মামুনুর রশীদ বলেন, ‘১ ফেব্রুয়ারি ইউনিয়নে টিসিবির মালামাল বিতরণ হচ্ছে শুনে আমি সহ অন্যান্য ইউপি সদস্যরা ইউনিয়নে উপস্থিত হয়ে দেখি পুরো মালামাল ডিলারের কাছে নেই। অবশিষ্ট মালামাল কোথায় চানতে চাইলে ডিলার বলেন, এগুলো চেয়ারম্যানের বিষয় আপনাদের জানার অধিকার নেই।
পরবর্তীতে বিষয়টি ইউপি সচিবকে অবগত করলে তিনি ইউনিয়নের অতিথি রুম থেকে ২ লিটার ওজনের ৩৬ বোতল সয়াবিন তেল, ২ কেজি ওজনের ৩৬ প্যাকেট ডাল ও কেজি ওজনের ৩৬ প্যাকেট চাল বের করে দেন।’
ডিলার বলেন, ‘ইউপি চেয়ারম্যান এ মালামাল অতিথি রুমে রেখেছেন।’
এবিষয়ে ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন জুনু বলেন, ‘আমার উপর আনিত অভিযোগ মিথ্যা।’
মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সলাম বলেন, ‘অভিযোগের বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনানুগভাবে ব্যবস্থা নেয়া হবে।’
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি