রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বোমা তৈরীর কারিগর এবং হত্যা মামলার এজাহারনামীয় আসামি ‘কসাই সোহেল’ কে রাজধানীর গাবতলী গরুর হাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২। সোমবার (৪ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর গাবতলী গরুর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-২।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বোমা বিস্ফোরণে মারা গেছে শিশুসহ দুই জন। এছাড়াও বোমার আঘাতে পরিচ্ছন্নকর্মীসহ অন্তত ২০ জনের বেশি আহত হয়েছে। জেনেভা ক্যাম্পের হাত বোমা ও ককটেল বোমা বানাতো ক্যাম্পেরই কয়েকজন বোমা কারিগর। এর মধ্যে কসাই সোহেল অন্যতম। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ কয়েকটি মামলা রয়েছে মোহাম্মদপুর থানায়। সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্ততে গাবতলী গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
এএসপি শিহাব আরো করিম জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আজ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৪ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ এমআরবি