লিওনেল মেসি ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে সৃষ্টি করেছেন ইতিহাস। ইন্টার মিয়ামির হয়ে সপ্তম ম্যাচেই শিরোপা জয় করেছেন তিনি। এমনকি এটিই মেজর লিগ সকারের ক্লাবটির ইতিহাসে সর্বপ্রথম কোনো ট্রফি জয়।
একই সঙ্গে এর মাধ্যমে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ী একমাত্র ফুটবলারও এখন আর্জেন্টাইন অধিনায়কই। এই বয়সেও পায়ের জাদু দেখিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। এবার আরেকটি ফাইনালের লক্ষ্যে আগামী ২৪ আগস্ট মাঠে নামবে মিয়ামি।
প্রতিপক্ষ এফসি সিনসিনাটি। ম্যাচের আগে তাদের কোচ প্যাট নোনানও যেন কিছুটা হালই ছেড়ে দিলেন মেসি ইস্যুতে। সহজ উত্তরে জানালেন, মেসিকে আটকানোর চিন্তা নিছকই বোকামি। ভৌগলিক বিচারে ইস্টার্ন কনফারেন্সের ক্লাব সিনসিনাটি। আছে নিজেদের লিগে শীর্ষে। শুধু তাইই নয়, পুরো যুক্তরাষ্ট্রের লিগেই শীর্ষ দল তারা। কিন্তু, লিগের সেরা দলটির কাছেও নেই মেসিকে আটকানোর মন্ত্র, ‘মেসির ক্ষেত্রে বাস্তবতা হচ্ছে, গত দুই দশক ধরে সর্বোচ্চ স্তরের ফুটবলে খুব বেশি ক্ষেত্রে এটা করা সম্ভব হয়নি। আর যদি আশা করা হয় যে এর উত্তর আমাদের কাছে থাকবে, তবে সেটা বোকামি। সে এখনো শীর্ষ স্তরের ফুটবল খেলছে এবং বিশ্বকাপ জিতে এসে আরও উজ্জীবিত।’
তিনি যোগ করেন, মেসি আসার আগে তারা ১১টি লিগ ম্যাচে জিততে পারেনি। আর এখন তারা একটি ম্যাচেও হারেনি। এর একটি কারণ দলে বিশ্বসেরা খেলোয়াড় বা বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন থাকা। এর ফলে পেশাদারত্ব থেকে মাঠের খেলার গুণগত মানসহ সবকিছুতে পরিবর্তন এসেছে।
মূলত লিগস কাপ থেকেও এই ইউএস ওপেন পুরোনো টুর্নামেন্ট। যেখানে যুক্তরাষ্ট্রের প্রায় ১০০টি ক্লাব এই অংশ নিয়ে থাকে। ১৯১৩-১৪ মৌসুমে শুরু হয়েছিল ইউএস ওপেনের টুর্নামেন্ট। সে হিসেবে এটি শতবছরের অধিক পুরোনো। বর্তমানে টুর্নামেন্টটির চ্যাম্পিয়ন দল অরল্যান্ডো সিটি।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম