মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে মুরাদনগর থানায় কর্মরত থেকে অবসরপ্রাপ্ত দুই পুলিশ কনেষ্টবল ইকবাল হোসেন এবং মোঃ সামছুল হক অবসর জনিত বিদায়ে সাজসজ্জার গাড়ি বহরে তাহাদের কে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্হা করলেন কুমিল্লা জেলা মুরাদনগর থানার মানবিক সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিম। মুরাদনগর থানায় চাকুরী জীবনের দীর্ঘ ৩৯ বছর শেষে এক ব্যাতিক্রমি বিদায় অভিনন্দনের মধ্য দিয়ে অবসর নিয়ে ফুল আর রঙ্গিন বেলুন সজ্জিত সরকারি গাড়িতে চড়ে নিজ বাড়িতে ফিরেছেন।
রবিবার দুপুরে কুমিল্লা জেলা মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসিমের উদ্যোগে থানা চত্বরে আনন্দ ঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ের সময় পুলিশ সদস্যরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে অবসরপ্রাপ্ত দুই কনস্টেবলকে ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানান। শুধু তাই নয়, সুসজ্জিত গাড়িতে তাদেরকে বাড়ি পৌঁছে দেয়া হয়।এ সময় আবেগে আপ্লুত হয়েছিলেন উপস্থিত সকল পুলিশ সদস্য।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হাসিম জানান, আমি মুরাদনগর থানাতে আসার পর এই প্রথম থানা থেকে কোনো কনস্টেবল অবসরে যাওয়ার পর তাকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা ও সুসজ্জিত গাড়িতে বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করি। তিনি বলেন, ইকবাল হোসেন এবং মোঃ সামছুল হক চৌকস কনস্টেবল ছিলেন।মুরাদনগর থানায় দায়িত্ব নেওয়ার পর তাদেরকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখেছি।বিদায়ী পুলিশ কনস্টেবল ইকবাল হোসেন এবং মোঃ সামছুল হক কে বাড়ী পৌঁছে দেয়ার জন্য ফুল দিয়ে গাড়ী সাজানো হয়। তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। সহকর্মীরা হাতে তুলে দেন বিভিন্ন উপহার।
চাকরী জীবনের শেষ দিনে এমন বর্ণাঢ্য আয়োজনে আপ্লুত ইকবাল হোসেন এবং মোঃ সামছুল হক বলেন, আমাদের চাকরী জীবনের শ্রেষ্ঠ পাওনা। জীবনের ৩৯ টা বছর দেশের নানা জায়গায় কাজ করেছি। বিদায় বেলায় ওসি স্যার যে আয়োজন করলেন তা সারা জীবন মনে থাকবে। পরে ফুল দিয়ে সাজানো গাড়ী করে তাদের নিজ গ্রামে পৌছে দেয়া হয়।