মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ড নগরপাড় গ্রামে ১৫ বছর ধরে বেদের মতো ভাসমান এবং মানবেতর জীবনযাপন করছে ভূমিহীন, গৃহহীন ও হতদরিদ্র অসহায় বিউটি ওরফে বিসু।
বিসু জানান, তার সারাটা জীবন ভিক্ষায় আর মানুষের বাড়ীতে কাজ করে কেটে গেল।অন্যের বাড়িতে বাড়িতে কাজ করে চলে তার সংসার। অন্যের জায়গায় বেদেদের মতো ছোট্ট একটি ভাঙ্গা ঘরে চলছে তার বসবাস।
জানা যায়, ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়ন বাখরনগর গ্রামের মৃত ফরিদ মিয়া এবং মৃত সমলা খাতুনের মেয়ে বিসু। তার স্বামী এবং এক ছেলে আছে।
জানা যায়, বিসুর ২০ বছর আগে মিল্লাত হোসেনের সাথে বিয়ে হয়েছিল তার ছেলেটি গর্ভে আসার পর তার স্বামী মারা গিয়েছিল সেই থেকে শুরু হয় তার কষ্টের জীবন। পরবর্তীতে একজন বেদে বৃদ্ধার সাথে বিয়ে হয়েছিল। এখন বিসুর নেই বাবা মা,বৃদ্ধ স্বামী এবং এক ছেলে নিয়ে অসহায় ভাবে মানবেতর জীবনযাপন করছে।
বিসুর নেই কোন জায়গা জমি নেই কোন থাকার ঘর এবং এখন সে অন্যের জায়গায় বেদেদের মতো ছোট্ট একটি ভাঙ্গা ঘরে বসবাস করছে।
বিসু আরও বলেন, সুনেছি শেখ হাসিনা গরীবদের নাকি জায়গা এবং ঘর দেয়। যদি সে একটু জায়গা এবং একটি ঘর পেত তাহলে বাকি জীবনটা ভাঙ্গা ঘরে আর থাকতে হত না। থাকত না বৃষ্টির ভয়। তিনি আরোও জানান, ১৫বছর ধরে পরের জমিতে বেদেদের মতো ভাঙ্গা ঘরে বসবাস করছে সে। মেঘ দেখলে বৃষ্টির ভয়!
বিসুর বিষয়ে স্থানীয় লোকজন বলেন, আসলেই বিসু অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন। সরকারীভাবে একটু জায়গা এবং একটি ঘর পেলে তার অনেক উপকার হত। তবে আমরা আশা করি সরকারী ভাবে সব ধরনের সহযোগীতা তাকে যেনও করা হয়।