মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মুরাদনগর উপজেলার ১৪ নং পূর্ব নবীপুর, ১৫ নং পশ্চিম নবীপুর এবং যাএাপুর ইউনিয়নে ১১০ টি পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোকিত মুরাদনগর।
আলোকিত মুরাদনগর একটি সমাজসেবামূলক অরাজনৈতিক সংগঠন। কোম্পানীগঞ্জ বাদিউল আলম উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের নিয়ে গড়া সংগঠনটি আর্ত মানবতার সেবায় নিয়োজিত। কোভিড-১৯ এর মতো বৈশ্বিক দুর্যোগে সমাজের খেটে খাওয়া মানুষগুলো চরম বিপাকে পড়ে। এরই প্রেক্ষিতে আলোকিত মুরাদনগর ইতিমধ্যে ১০০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করে।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার ঈদ উল ফিতরের আগের দিনে সংগঠনটি ইউনিয়নের ৫ টি গ্রামে মোট ১১০টি পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করে।
ইউনিয়নের উত্তর এিশ, পৈয়াপাথর, নগরপার, গকুলনগর এবং বাখরনগর গ্রামে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দেয়।
প্রতিটি পরিবারকে ২প্যাকেট সেমাই, আধা কেজি চিনি, ১প্যাকেট দুধ প্রদান করা হয়।
ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেয় কোম্পানীগঞ্জ বাদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহমেদ
প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম এবং উপ সমন্বয়ক নিপুণ বনিক।
আলোকিত মুরাদনগরের সদস্যরা হলেন জাকারিয়া, সৈকত, প্রশান্ত,বিপুল, সোহেল, মারুফ, ইমরান, সোয়ইভ,তানভীর, নাহিদ এবং ঢাকা জজকোর্টের (শিঃ)আইনজীবী ফয়সাল আহমেদ প্রমুখ।