কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এবং বাজারের যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ শে জুন) দুপুরে উপজেলা কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এবং বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এবং বাজারের বিভিন্ন মোড়ে অবৈধ দোকান ও গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করে আসছিল। পথ-চারীরা স্বাভাবিক ভাবে চলচল করতে পারছেন না। অসুস্থ রোগী নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছার খুব কষ্টকর হচ্ছে।
যানজট নিরসনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি জাকির, ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের এবং কুমিল্লা উত্তর জেলা সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন বলেন, মাননীয় এমপি মহদয়েয় নির্দেশে সদর বাজার পবিদর্শন করে রাস্তার পাশে অবৈধ ভাবে ভ্রাম্যমান দোকান ও গাড়ি পার্কিং প্রাথমিক ভাবে সরিয়ে সবাইকে শর্তক করে দেওয়া হলো। পরবর্তীতে যারা অবৈধ ভাবে ফুটপাতে দোকান ও গাড়ি পার্কিং করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)