মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
গেল শনিবার বিকালে উপজেলার লক্ষীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ধামঘর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আকবপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধূরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম।
এসময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর ডি.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী নয়ন, ধামঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, আকবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, পল্লীসঞ্চায়ক ব্যাংকের ব্যবস্থাপক রিপন সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিক তুহিন, উপজেলা মৎস্য জীবীলীগের সহ-সভাপতি শাহজাহান ইমরান প্রমুখ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।