মোঃ খোরশেদ আলম,কুমিল্লাঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনানুযায়ী বৈশ্বিক মহামারীতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ও কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিনের উদ্যোগে অসহায়, দরিদ্র, পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গেল বৃহস্পতিবার ইফতারের পূর্ব মুহূর্তে উপজেলার প্রাণকেন্দ্র কোম্পানীগঞ্জ নবীনগর রোড রিকশা স্টেশন এবং বাজারের বিভিন্ন স্পটে রিকশা ও অটোরিকশা, দিনমজুর, পথচারীদের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান কাজী আবুল খায়ের, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের প্রভাবশালী সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব রাজিব মুন্সি ( ভাগিনা রাজিব), মুরাদনগর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, বাংগরা বাজার থানা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আল আমিন, বাংগরা বাজার থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মুসা ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য বিল্লাল হোসেন বিপ্লব, মুরাদনগর উপজেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ
ভূইয়া,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহ আলম, জুয়েল, সুমন মিয়া,সোহেল রানা প্রমুখ।
উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া মৎস্যজীবী লীগ সবসময় মানবিক কাজে এগিয়ে রয়েছে। লকডাউন থাকায় অনেকে কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীনদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে মুরাদনগরের মাটি ও মানুষের নেতা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায় ও কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের অংশ হিসেবে মুরাদনগর উপজেলা প্রাণকেন্দ্র কোম্পানীগঞ্জ নবীনগর রোড রিকশা স্ট্যান্ড এবং বাজারের বিভিন্ন স্পটে ৭০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করি। ভবিষ্যতেও আমাদের এ রকম উদ্যোগ অব্যাহত থাকবে।