জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সুপার এক্সপ্রেস সার্ভিস ডেলিভারি সিটেমের মাধ্যমে সেবা গ্রহীতাদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে কুমিল্লা জেলার মুরাদনগরে জাতীয় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা। পরে এ বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন কানুনগো মোহাম্মদ সেলিম মিয়া, সার্ভেয়ার শরিফুল ইসলাম, প্রধান সহকারী হাবিবুন নবী আশিক, অফিস সহকারী আমিরুল ইসলাম, নাজির হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় সহকারী কমিশনার বলেন, জাতীয় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মুরাদনগরে ১সপ্তাহ ব্যাপী সেবা প্রদান করা হবে। সেবা সপ্তাহে আমরা সুপার এক্সপ্রেস সার্ভিস ডেলিভারি সিটেমের মাধ্যমে যে কেউ আমাদের কাছে যে কোন সেবার জন্য আসলে আমরা তাদের সুপার এক্সপ্রেস ডেলিভারি সার্ভিস দিবো। এছাড়াও আমরা ৪টি বুথের ব্যবস্থা করেছি যাতে নামজারির আবেদনের বুথ, বাজার ভিটি নবায়নের বুথ, ভিপি সম্পত্তি নবায়নের বুথ ও ভূমি সম্পর্কিত উপদেশ নেয়ার বুথ।
তিনি আরো বলেন, ৮ই জুন থেকে ১৪ই জুন পুরো সপ্তাহ জুড়ে আমাদের এই সার্ভিস চালু থাকবে। যে কেউ এই সুবিধা গ্রহন করতে মুরাদনগর উপজেলা ভূমি অফিসে আসার আহ্বান জানান তিনি।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৪ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)