মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ দারিদ্র্যের কষাঘাতে দূর্বিষাহ জীবনযাপন করছেন ৭৫ বছর বয়সী বৃদ্ধা রফিয়া এবং তার বোন ৬৫ বছর বয়সী বিধবা নারী জায়েদা।২৫ বছর আগে স্বামীর অকাল মৃত্যুতে বিধবা হয়েছেন তিনি। স্বামীর পরিবারের কেউ না থাকায় তিনি স্বামীর মৃত্যুর পরে বাবার বাড়িতে চলে আসেন। দরিদ্র পিতামাতা তাদের মেয়েকে রক্তের টানে দূরে ঠেলে না দিয়ে নিজ ভিটায় তুলে দিয়েছেন একটি ছোট্ট ঘর।বসবাসের ঘরটা তাউ আবার ভাই করম আলীর জায়গায়।
জানতে চাইলে জায়েদা ডিজিটাল বাংলা নিউজ কে জানান, একটি বিধবা ভাতার কার্ডের জন্য ২৫ বছর অপেক্ষায় রয়েছি। কেউ একটু খোজ নিয়েও দেখেনি। জায়েদা মুরাদনগর উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের গুনজর গ্রামের ১নং ওয়ার্ডের বিলকান্দা আলগাবাড়ীর করম আলীর বোন। দরিদ্র পরিবারের এই বিধবা নারীর কোন ছেলে মেয়ে নাই।
জায়েদা আরো জানান, শুনেছি কত মানুষ ভাতার কার্ড পায়।আমার কার্ড কেউ করে দেয় না। যার কাছে গিছি সেই বলে কার্ড হবে। ভোটের কার্ড নেছে কতবার। পরে আর কোনো খবর নেয় না। কার্ড যদি না করেই দিবি তাহলে আইডি কার্ড কেন নেয়। এখন এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অসহায় বিধবা নারী জায়েদার মনে।
রফিয়ার ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ অনুসারে তার বয়স প্রায় ৭৫ বছর। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটি ঘর তো দূরের কথা, পান না বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতাও। তাই তাকে ভিক্ষাবৃত্তি করে আধপেট খেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। উপায়ন্তর না দেখে গ্রামে ঘুরে ঘুরে তিনি এক বেলা আহার যোগাড় করে দু-বেলা খেয়ে জীবন কাটান। যাযাবর না হলেও থাকেন যাযাবরের মতো। সামান্য বাতাসে দুলছে খুপড়ি ঘরটি। বর্তমানে রোগে-শোকে কাতর তিনি। হারিয়ে ফেলেছেন মানসিক ভারসাম্যও।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে দেশের কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না বলে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছিলেন মুজিববর্ষে একটা মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। কিন্তু গ্রামের রফিয়া ও জায়েদার দিকে তাকায়নি ইউপি সদস্য থেকে শুরু করে স্থানীয় কেউ।
ঘরে ঢুকে দেখা গেল একটি চোকির উপর একটি বালিশ। একটি কাঠের তাকে উপর দুটি খালি পাতিল । পাটি পাতা ও সিমেন্টের বস্তা দিয়ে ঘেরা ঘরে দিয়ে দেখা যাচ্ছে বাহিরের সূর্য ও আকাশ। প্রচণ্ড শীতে যখন যুবকরা ও কাবু তখন আমেনা খাতুনকে থাকতে হয় খুপড়ি ঘরে। হিমেল বাতাস, কুয়াশায় ঢেকে যায় খুপড়ি ঘরটি।
এখন তারা নিজেদের জন্য সরকার এবং সকলের নিকট সাহায্য এবং সহযোগিতা কামনা করছেন। এজন্য তারা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।