‘ভাটায় মাটি নিতে নদীতে বাঁধ’ শিরোনামে জনপ্রিয় গণমাধ্যম গুলোতে সংবাদ প্রকাশের পর কুমিল্লার মুরাদনগরের আকবপুর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের মেটংঘর-শ্রীকাইল সড়কের পুরাতন ব্রিজের পাশের আর্সি নদীর বাঁধ অপসারণ করেছে প্রশাসন।
শনিবার (৪ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের তত্ত্বাবধানে এই বাঁধ অপসারণ করেন।
এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ভূমিখেকোদের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড মামলা করবে শিগগিরই।
জানা যায়, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বি-বাড়িয়া ও কুমিল্লা জেলার একটি নদী আর্সি নদী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পরিচিতি নাম্বার দক্ষিণ-পূর্বাঞ্চল নদী নং ১। এটি বুড়ি নদীর একটি শাখা। যার নাম আর্সি নদী। এক সময় এ নদী দিয়ে যাত্রী ও মালবাহী শত শত নৌকা এবং ট্রলার চলাচল করতো। বর্তমানে একটি মাটিখেকোর সিন্ডিকেট নদীর মাঝে বাঁধ নির্মাণ করে। বাঁধের উপর দিয়ে প্রতিদিন ৮/১০টি ট্রাক্টর কৃষি জমির মাটি কেটে স্থানীয় সততা ব্রিকসের মাটি জোগান দিচ্ছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:৩৯ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি