মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার সবচেয়ে বয়স্ক মানুষ গকুলনগর গ্রামের মঞ্জুর আলী সরকার (১০৯)। উপজেলার ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের ৫নং ওর্য়াড গকুলনগর দক্ষিণ পাড়ার বাসিন্দা মঞ্জুর আলী সরকার। একসময় ছিলেন সুঠাম দেহের অধিকারী। তিনি এখনও সবল, নিজে নিজেই সব কিছু করতে পারেন। স্বাভাবিকভাবে চোখেও দেখেন। প্রতিদিন পুকুরে গিয়ে নিজে নিজে গোসল করেন।
মন্জুর আলীর সঙ্গে আলাপ করে জানা যায়, তার বয়স ১০৯ বছর। কিন্তু তার জাতীয় পরিচয়পত্রে কিছুটা কম আছে।তিনি বলেন, এ তথ্য সঠিক নয়। নির্বাচনের সময় লোকজন এসে পরিচয়পত্র বানিয়েছে। তার বয়স কত তা জিজ্ঞেস না করেই অনুমান করে একটা সাল বসিয়ে দেয়া হয়েছে। তার নিজের হিসাব অনুযায়ী বর্তমানে বয়স চলছে ১০৯ বছর।
জানা যায়, তিনি ০৩ ছেলে ও ০২ মেয়ের জনক। বড় মেয়ে মনোয়ারা বেগম যার বয়স ৮৫ বছর।
তিনি জানান, সেই সময় অল্প পড়াশোনা করেছেন। ব্রিটিশ যুদ্ধ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ। তার মতে, স্বাধীনতাযুদ্ধ মাত্র কয়েক দিন আগের ঘটনা। সব কিছু গদগদ বলে দেন। দারুণ আত্মবিশ্বাসী মন্জুর আলী বিভিন্ন ইতিহাসের সাক্ষী। তার বাবাও ছিলেন দীর্ঘজীবী মানুষ। বাবা আক্রমআলী মৃত্যূবরণ করেন ১১৮ বছর বয়সে এবং দাদা দুস্ত মাহমুদ সরকার মৃত্যূবরণ করেন ১২৫ বছর বয়সে। স্থানীয় এলাকাবাসীর দাবি- মুরাদনগরের সবচেয়ে বয়স্ক মানুষ গকুলনগর গ্রামের মঞ্জুর আলী সরকার (১০৯)।