প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে আজ মঙ্গলবার ১৭ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
বিদ্যালয়ের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল ৯ ঘটিকায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব একেএম কামরুজ্জামান মামুন প্রথমে বঙ্গবন্ধু গ্যালারির শুভ উদ্বোধন করেন।
পরে বৃক্ষরোপণ পর্বে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক/কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
সরকারি ভাবে অনুষ্ঠান সংক্ষিপ্ত পরিসরে করার আদেশের কারণে প্রস্তুতি থাকা সত্বেও সংগীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আলোচনা স্থগিত করা হয়। তবে সহকারী শিক্ষক পল্লব হালদার, শারমিন আক্তার ও নাওয়াব রেজার উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে রচিত শিক্ষার্থীদের নিকট হতে সংগৃহীত কবিতা, গল্প, জীবনী, অঙ্কিত ছবি সম্বলিত দেয়াল পত্রিকা ‘নক্ষত্র’ উন্মোচন করা হয়।
অনুষ্ঠানমালার বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব একেএম কামরুজ্জামান মামুন, প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান শেখ, সহকারী প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রদীপ কুমার দেবনাথ, ম্যানেজিং কমিটির সদস্য জনাব মো. কাজী ইয়ার খাঁন, সারোয়ার আলম, জুনায়েদ মিয়া, সহকারী শিক্ষক মো. বশির আহমেদ, আলাউদ্দিন আহমাদ, আ ন ম বদরুল কবীর, মীর রুবিয়া আক্তার, রোকসানা আক্তার, সুমন চন্দ্র পাল, চন্দন কুমার সরকার, রেজাউল করিম, গোবিন্দ চন্দ্র নাথ, পল্লব হালদার, শারমিন আক্তার, মো. রেজাউল জহির, নাওয়াব রেজা, মশিউর রহমান, এমএমএস বিল্লাল মিয়া, জাহাঙ্গীর আলম প্রমুখ।