মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তালিকা তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।
উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, সকল মন্ত্রণালয়, দফতর ও অধিদফতরে চিঠি দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি প্রাপ্তদের তালিকা চাওয়া হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা রিভিউ করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ অনন্য ঘটনা। এর চেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা আর নেই। প্রকৃত মুক্তিযোদ্ধারা সেই গৌরব ফিরে পেতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
বন্যা পুর্নবাসন কার্যক্রম নিয়ে তিনি বলেন, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে আরও ১ সপ্তাহ সময় লাগবে। বন্যার্তদের পুর্নবাসন কর্মসূচিতে সহযোগিতার বিষয়ে অস্ট্রেলীয়ার রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে বলেন তিনি।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৬:১৮ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি