বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গত ২৪ আগস্ট মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এক মানব বন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এতে বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটার আ্যডভোকেট রানা দাশ গুপ্ত, চট্টগ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ, চট্টগ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মামুদুর রহমান মন্টু, চট্টগ্রাম কেন্দ্রীয় কারপরিদর্শক আজিজুর রহমান আজিজ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল আজিম রনি, চট্টগ্রাম ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সহ আরো অনেকে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, ” গত ২৪ সেপ্টেম্বর এই প্রেস ক্লাবের সামনেই বাশখালির এমপি মোস্তাফিজ এর পালা গুন্ডা বাহিনি ধারা মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকদের উপর হামলা করা হয় এতে বেশ কিছু মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক আহত হোন। সে মুক্তিযোদ্ধাদের উপর হামলা করে কিভাবে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামি লীগ এর একজন সদস্য এবং এমপি হতে পারে। সে বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে বেশ কিছু কুরুচিপূর্ন মন্তব্য করেছেন। এই কুলাঙ্গারের বিচার আওতায় এনে তার সংসদ সদস্য পদ বাতিল করা হোক এবং তাকে বাংলাদেশ আওয়ামি লীগ থেকে বহিস্কার করা হোক।”
বিক্ষোভ সমাবেশ এর পরে এমপি মোস্তাফিজ এর পুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান বিক্ষোভ কারিরা। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ আওয়ামি লীগ, যুবলীগ, ছাত্রলীগ এর বেশ কিছু নেতা-কর্মি উপস্থিতো ছিলেন।
ডেস্ক রিপোর্টঃ আরাফাত আহমেদ রনি