লকডাউন করার পরও ইতালিতে করোনা ভাইরাসের আগ্রাসী প্রভাব কমার কোনো লক্ষণই নেই। প্রতিদিনই প্রায় সাড়ে তিনশ মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৪৫ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। সেখানে এ পর্যন্ত মারা গেছেন মোট ২ হাজার ৫০৩ জন, আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫০৬ জন।
ইতালির উত্তরাঞ্চল মিলানের লম্বারদিয়ায় লাশ আর লাশ। যুদ্ধের চেয়েও খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। হাসপাতালের মর্গেও জায়গা নেই। কফিনগুলো কয়েক ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে হচ্ছে। আত্মীয়স্বজনরা শেষবারের মতো বিদায়ের জন্যও তাদের প্রিয়জনের কাছে যেতে পারছেন না। বারগেমো শহরে চার্চে শেষকৃত্য করার জন্যও থাকতে হচ্ছে ওয়েটিং লিস্টে।
গত বছরের ডিসেম্বরের শেষদিন চীনের উহানে শনাক্ত হয়েছিল প্রাণঘাতী ভাইরাস এনসিওভি-১৯, বিশ্বজুড়ে যা পরিচিতি পেয়েছে নভেল করোনাভাইরাস নামে। বিশ্বের অন্তত ১৫৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এতে মারা গেছেন ৭ হাজার ৯৬৫ জন।