ভারতের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সামনে ব্যাক টু ব্যাক সিরিজ জয়ের হাতছানি। সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই টাইগারদের চেপে ধরে ভারত। ভারতীয় বোলারদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি টাইগারদের টপ-অডার।
৬৯ রানে ৬ উইকেট হাড়িয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ তখনই ত্রাতার ভূমিকায় ব্যাট হাতে জ্বলে ওঠেন রিয়াদ ও আগের ম্যাচের জয়ের নায়ক মিরাজ।
দু’জনে গড়েন ১৪৮ রানের জুটি। তাদের এই জুটিই বাংলাদেশোকে খাঁদের কিনারা থেকে টেনে তোলে। আর তাদের এই জুটি ভারতের বিপক্ষে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।
রিয়াদ ৯৬ বলে ৭৭ রান করে আউট হয়ে ফিরে গেছেন সাজঘরে। ক্রিজে মিরাজ আছেন ৮৩ বলে অপরাজিত ১০০ রান করে। তাদের নৈপুণ্যে লড়াকু সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। নির্ধারিত ৫০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ২৭১ রান। ফলে ভারতের জয়ের জন্য দরকার ২৭২ রান।