মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ ১২ জন নেতাকর্মীর নামে হয়রানিমূলক হত্যা মামলা দায়ের করা হয়েছে।পারিবারিক ও রাজনৈতিক শত্রুতার কারণে পরিকল্পিতভাবে এ হত্যা মামলাটি দায়ের করা হয়েছে বলে (বৃহস্পতিবার ১৩ই জুন)প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এনামুল হক বাবুল অভিযোগ করেন।ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে মামলাটি প্রত্যাহারের দাবি জানান তিনি।এনামুল হক বাবুল বলেন,গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে শ্রীধরপুর ইউনিয়নের বর্ণী গ্রামের শামসুর রহমান মোল্যা ভোট কেন্দ্রে এসে অসুস্থ হয়ে পড়েন।তার বয়স ছিল ৭৫ বছর তাৎক্ষণিকভাবে গ্রাম্য ডাক্তার সাত্তার মোল্যার কাছে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।পরবর্তীতে কিছু স্বার্থন্বেষী ব্যক্তি এ ঘটনাকে কেন্দ্র করে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করে।তিনি ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে মোতাহার হোসেনসহ নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।