মালয়েশিয়ার নেগেরি সিম্বিলান রাজ্যে ৩ দিনের অভিযানে ৩২জন বাংলাদেশিসহ ১৪২ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। গত ২৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাজ্যের কুয়ালা পিলাহের আশেপাশে ৩৪টি স্থানে ৩ দিনের অভিযানে অভিবাসীদের আটক করে অভিবাসন বিভাগ।
নেগেরি সেম্বিলান এর ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএমএনএস) পরিচালক কেনিথ তান আই কিয়াং বলেছেন, অভিযানে মোট ৩১৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্যে বৈধ কাগজপত্র নেই এমন ১৪২ জন অবৈধ অভিবাসীকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে বিভিন্ন অপরাধে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে মিয়ানমারের ২৬ জন, পাকিস্তানের ৬ জন, ইন্দোনেশিয়ার ৭১ জন, বাংলাদেশি ৩২ জন, কম্বোডিয়ান ৫ জন এবং ভারতের ২ জন নাগরিকসহ মোট ১৪২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের বয়স ২১ থেকে ৫৪ বছরের মধ্যে।
পরিচালক কেনিথ তান আই কিয়াং ১ জুলাই সোমবার এক বিবৃতিতে বলেছেন, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযানের সময় বিদেশিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শুধু তাই নয় অভিযান থেকে বাঁচতে তাদের কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আবার কেউ কেউ আটক এড়াতে সিলিংয়ে লুকিয়ে থাকার চেষ্টাও ব্যর্থ হয়। পরবর্তী পদক্ষেপ নিতে আটকদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানান এই পরিচালক।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫০ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি