সিরিয়ার কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটসের (ওয়াইপিজি) নিয়ন্ত্রণে থাকা একটি তেলক্ষেত্রে প্রবেশের সময় রুশ সেনাদের আটকে দিয়েছেন মার্কিন সেনারা। শনিবার (১৮ জানুয়ারি) পথরোধের পর তাদের ফিরে যেতে বাধ্যও করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদসংস্থা আনাদালু এজেন্সি।
স্থানীয় সূত্রের বরাতে আনাদালু জানায়, তেলক্ষেত্রটির দিকে যাওয়ার সময় রাশিয়ান সেনাদের আটকে দেয় মার্কিন সেনারা। পরবর্তীতে তারা রুশ সেনাদের আমুদা জেলার দিকে যেতে বলেন। এরপর তেলক্ষেত্রের দিককার গন্তব্য বাতিল করে যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে যেতে বাধ্য হন রুশরা।
অন্যদিকে গেল বৃহস্পতিবার রুমাইলান তেলক্ষেত্রে নিকটে একটি সেনাক্যাম্প করতে যাওয়ার সময় গেল বৃহস্পতিবার রুশ সেনাদের আটকে দিয়েছিল ওয়াইপিজি গ্রুপ। কামিশিলি শহর দিয়ে তেল সমৃদ্ধ ওই অঞ্চলটি যাওয়ার পথে রুশদের বাঁধা হয়ে দাঁড়িয়েছিল ওয়াইপিজি।সূত্র : সময় নিউজ