গতকাল বুধবার (১১মার্চ) রাতে ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি
সেনাঘাঁটিতে অন্তত ১৮টি রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে দুই সেনাসহ
৩ জন নিহত এবং আরো ১২ জন আহত হয়েছে। সেখানে মার্কিন সেনাদের
সাথে ব্রিটিশ সেনারাও অবস্থান করছিলেন।
বিষয়টি স্বীকার করে আমেরিকান সেনা সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ১ জন মার্কিন
সেনা, ১ জন মার্কিন ঠিকাদার ও ১ জন ব্রিটিশ সেনা রয়েছেন। তবে তাদের নাম-পরিচয়
এখনো জানা যায়নি।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাজি ক্যাম্পে তাদের সেনারাও ছিলো। তাৎক্ষণিকভাবে
এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। এ নিয়ে তদন্ত চলছে। এ হামলাকে দুঃখজনক বলে
মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
এ হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। এমনকি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও এখন পর্যন্ত
কাউকে দোষারোপ করেনি।