প্রাণঘাতী করোনাভাইরাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প আক্রান্ত হয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা হোপ হিকস করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর তারা কোয়ারেন্টিনে চলে যান।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক টুইটার বার্তায় ট্রাম্প জানান, ‘হোপ হিকস কোনো বিরতি না নিয়ে কঠোর পরিশ্রম করছিলেন। তিনি মাত্রই করোনায় শনাক্ত হয়েছেন। এটা ভয়ংকর!’
পরে আরেক টুইটে তিনি বলেন, ‘আজ রাতে মেলেনিয়া ও আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। আমরা আমাদের কোয়ারেন্টিন এবং সেরে ওঠার প্রক্রিয়া শুরু করব। আশা করি আমরা শিগগিরই একসঙ্গে করোনা জয় করব।’
স্থানীয় সময় গত মঙ্গলবার ওহাইওতে টিভি বিতর্কে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে মেরিন ওয়ান হেলিকপ্টারে ভ্রমণ করেন তাঁর ৩১ বছর বয়সী উপদেষ্টা হোপ হিকস। মিস. হিক্স কোনো মাস্ক ছাড়াই ক্লিভল্যান্ডে মঙ্গলবার প্রেসিডেন্টের জেট থেকে নেমেছিলেন, এমন ছবি প্রকাশ হয়েছে। বুধবার মিনেসোটাতে এক সমাবেশ করার সময় হোপ হিক্স প্রেসিডেন্টের কাছাকাছি ছিলেন।
মিস হিকসের শরীরে করোনার লক্ষণগুলো দেখা দিতে শুরু করলে মিনেসোটা থেকে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে তাকে কোয়ারেন্টিন করে রাখা হয়েছিল বলে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব কেটি মিলার মে মাসে করোনাভাইরাস পজিটিভ হন। এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন। একই মাসে মার্কিন নৌবাহিনীর এক সদস্যের করোনা শনাক্ত হয় যিনি ট্রাম্পের ব্যক্তিগত ভ্যালেটগুলোর একজন হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান, সিক্রেট সার্ভিসের বেশ কয়েকজন এজেন্ট, একজন মেরিন ওয়ান পাইলট এবং হোয়াইট হাউসের ক্যাফেটেরিয়া কর্মীও স্বাস্থ্যপরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হয়েছিলেন।
আমেরিকায় ৭২ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, তাদের মধ্যে দুই লাখেরও বেশি মানুষ মারা গেছেন।