স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধী বক্তব্য দেওয়া হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে চট্টগ্রামে প্রতিহতের ঘোষণা দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মামুনুল হককে চট্টগ্রামে প্রবেশ করতে না দিতে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় অবস্থান গ্রহণ করবেন বলেও ঘোষণা দেওয়া হয়েছে।
মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের পরিচালনায় সমাবশে ছাত্রলীগের নেতারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সম্পর্কে ও তার ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতা মামুনুল হককে কিছুতেই চট্টগ্রামের মাটিতে আসতে দেওয়া হবে না। এই ধর্মব্যবসায়ী মামুনুল হক বার বার উস্কানিমূলক বক্তব্য দিয়ে জাতির দুশমন হিসেবে চিহ্নিত হয়েছেন। তাই তাকে চট্টগ্রামের মানুষ ঘৃণার সঙ্গে প্রত্যাখান করেছে।
সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, মামুনুল হক উগ্রবাদি বক্তব্য দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিয়েছেন। এই ঘৃণিত ব্যক্তি চট্টগ্রামকে জঙ্গি আস্তানায় পরিণত করতে চান। তাই চট্টগ্রামকে টার্গেট করেছেন। মামুনুল হক আকাশপথ, নৌপথ, সড়কপথসহ যে পথেই চট্টগ্রামে আসুক না কেন তাকে প্রতিহত করা হবে। ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় অবস্থান গ্রহণ করবেন। জঙ্গিবাদ বিরোধী ছাত্র ও যুব ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সাংবাদিক নেতা মাসুদুল হক, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, সাবেক সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন।