করোনা ভাইরাসের (কোভিড-১৯) নতুন একটি ‘ধরন’ ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়েছে। রূপান্তরিত এই ভাইরাসটি বেশিসংখ্যক মানুষকে সংক্রমিত করতে সক্ষম। তবে সংক্রমিত ব্যক্তিকে বেশি অসুস্থ করতে পারছে না। এক বৈশ্বিক গবেষণায় এর শক্ত প্রমাণ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সিএনএনের এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা জোলা ইনস্টিটিউট ফর ইমিউনোলজি এবং করোনা ভাইরাস ইমিউনোথেরাপি কনসোর্টিয়ামের এক গবেষণায় করোনা ভাইরাসের রূপান্তর এবং সংক্রমণ নিয়ে নতুন এই তথ্য উঠে এসেছে। বিজ্ঞানবিষয়ক সাময়িকী সেলে গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষক দলটি শুধু করোনার জেনেটিক সিকোয়েন্সই পরীক্ষা করেনি বরং তারা ল্যাবে মানুষ, প্রাণী এবং কোষে পরীক্ষানিরীক্ষা চালিয়েছে। যাতে দেখা যায়, ভাইরাসটির রূপান্তরিত ধরনটি আরো বেশি সংক্রামক হয়ে উঠেছে।
গবেষণার সঙ্গে যুক্ত লা জোলা ইনস্টিটিউটের অধ্যাপক এরিকা ওলম্যান সাফায়ার বলেন, নতুন ভাইরাসটি নিজেকে অভিযোজিত করতে পারে। এটি এখন মানুষকে সংক্রমিত করার প্রবল শক্তি রাখে। ভ্যাকসিন দ্বারা ভাইরাসটিকে নিয়ন্ত্রণ করা যায় কি না, এখন গবেষকরা সেটি পরীক্ষা করে দেখছেন।