উন্নয়ন কাজ করতে গিয়ে যেন মানুষের ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন কার্যক্রম প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজার অঞ্চলের মানুষের জমি ও বন ধ্বংস হচ্ছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ডেভলপমেন্ট করব সেটা খুবই ভালো কথা, অনেক বিরাট কোম্পানি করব অনেক মানুষ আসবে, তবে সাধারণ মানুষ যারা অনেক কঠিন জীবনজীবিকা নির্বাহ করেন, অনেকেই মানবেতর জীবনযাপন করছে। আমি অনবরত তাদের কাছ থেকে মোবাইলফোনের মাধ্যমে এসএমএস পাই। কাজেই আমি চাই এরা যেন কষ্টটা না পায়।