প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)।। সারাবিশ্ব আজ ধুঁকছে করোনা নামক প্রাণঘাতী ভাইরাসের মরণ ছোবলে। Covid-19 অর্থাৎ করোনার ভয়াবহ আক্রমণের শিকার আমাদের প্রিয় বাংলাদেশও।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক করোনা আক্রান্তের পূর্ব থেকে ব্যবস্থা গ্রহণের পরও বিশ্বে করোনা আক্রমণে বিপর্যস্ত দেশগুলোর প্রাথমিক অবস্থার চেয়ে বাংলাদেশ অনেক বেশি বিপদসংকুল।
ইতিমধ্যে সারাদেশে লকডাউনের তৃতীয় পর্যায়ে। গরীব, অসহায়, মধ্যবিত্ত ও খেটে-খাওয়া মানুষগুলো মানবিক বিপর্যয়ে। সরকারি ত্রাণসামগ্রীর পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও চলছে ত্রাণ বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হাওর বেষ্টিত জনবহুল একটি অঞ্চল। এখানে খেটে-খাওয়া ও দরিদ্র শ্রেণির মানুষ বেশি। এ এলাকায় নির্বাচিত মাননীয় সাংসদ ও সমাজ কল্যান মন্ত্রণালয়ের মাননীয় সাংসদ আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম প্রতিনিয়ত অসহায়, হত-দরিদ্র, খেটে-খাওয়া এসব মানুষের নিকট নিজে উপস্থিত হয়ে ত্রাণসামগ্রী বিতরণ করছেন।
ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি তিনি জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে সচেতনতা তৈরি করছেন। তিনি সরকারি ত্রাণসামগ্রীর পাশাপাশি স্ব-উদ্যোগে নিজ খরচেও ত্রাণ বিতরণ করছেন।
তিনি সবসময় জনতার পাশে থাকার অঙ্গীকার করেছেন। তিনি বিপর্যয়কালীন ও বিপর্যয় পরবর্তী সময়ও জনগণের পাশে থেকে জনগণের শাসক নন সেবক হওয়ার প্রতিশ্রুতি দেন।