বিনোদন ডেস্ক/S.H:
বাংলাদেশের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী পুত্র ফারদিন এহসানের রেস্তোরাঁ থেকে মাদক দ্রব্য উদ্ধার।
ঢালিউডে অন্যতম জনপ্রিয় জুটি সানী-মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন রাজধানীর ১ ও ২ নম্বর সেকশনের মাঝামাঝিতে “মন্টানা লাউঞ্জ” নামে ৭-৮ মাস ধরে একটি রেস্তোরাঁ চালাছেন। ফারদিন ছাড়াও আরও দুইজন মালিক রয়েছে এই রেস্তোরাঁয়। এই রেস্তোরাঁ মূলত খাবারের কিন্তু তার পাশাপাশি শিশার বিজনেস করে বলে জানা গেছে। গত মঙ্গলবার গুলশান থানার ওসি ফারদিনের রেস্তোরাঁয় অভিযান চালান। অভিযানে তারা সম্পূর্ন নতুন দুই প্যাকেট শিশা সহ আরও কিছু খোলা শিশা আটক করে। এই ঘটনায় আটক করা হয় ছয় জনকে। ফারদিনের বাবা জনপ্রিয় অভিনেতা ওমর সানী এ বিষয়ে তার ক্ষোপ প্রকাশ করেন। তিনি দাবি করেন শিশা বার চালানো অবৈধ বলে তার জানা নেই। তার মতে অনেক নাম করা লাউঞ্জ আছে যারা ছয়-সাত বছর ধরে শিশা ব্যবসা করে আসছে এছাড়াও পুরো বাংলাদেশে ২-৩ শ লাউঞ্জ রয়েছে বলে তার দাবি। তিনি আরও বলেন যদি পুরো বাংলাদেশের শিশার বিজনেস বন্ধ করে দেওয়া হয় তাহলে তিনি অভিযোগ মেনে নিবেন। কিন্তু পার্টিকুলারলি কেউ যদি তাকে টার্গেট করে তাহলে রাষ্ট্রের কাছে বিচার দাবি করেন। এই ব্যাপারে গুলশান থানার ওসি বলেন, শিশা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিষিদ্ধ তাই প্রাথমিক যাচাইয়ের পর এ বিষয়ে তারা তাদের পদক্ষেপ নিবে জানান।