মেক্সিকোতে ১২ দিনে মাদক কারবারিদের অভ্যন্তরীণ সংঘর্ষে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এতে নিখোঁজ হয়েছেন আরও অন্তত ৫১ জন। খবর রয়টার্সের।
স্থানীয় সময় শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিহতের এ তথ্য প্রকাশ করে কর্তৃপক্ষ।
রয়টার্সের খবর সূত্রে জানা গেছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় দু’টি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে ৯ সেপ্টেম্বর থেকে এই সংঘর্ষ শুরু হয়। মাদক কারবারি দুই গ্যাং এর এই চলমান সংঘাত থামাতে ব্যর্থ হয়েছে দেশটির প্রশাসনও।
উল্লেখ্য, মেক্সিকোর মাদক সম্রাট ইসমায়েল এল মায়ো জাম্বাদা গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হওয়া পর থেকেই সিনালোয়ায় দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হয়। যা চলতি মাসে ভয়াবহ রূপ নিয়েছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:১১ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি