কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকাসক্ত ছেলের ধারালো নিড়ানির আঘাতে এক পিতা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ রবিবার সকাল দশটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা মাদকাসক্ত ওই ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে, রবিবার সকাল দশটার দিকে ওই গ্রামের ছোবেদ আলী (৫০) তার ছেলে মিজানুর রহমান (২৪) কে ক্ষেতের ধান কাটতে যেতে বলেন। কিন্তু মিজানুর তাতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে পিতা পুত্রের কথা কাটাকাটির এক পর্যায়ে মিজানুর হাতে থাকা ধারালো নিড়ানি দিয়ে ছোবেদ আলীর বুকে ও পিঠে আঘাত করে। ধারালো নিড়ানির আঘাতে ছোবেদ আলী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে প্রেরণ করে এবং মিজানুর কে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানুর কে আটক করে থানায় নিয়ে আসে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্থানীয় তাজুল ইসলাম, শামছুল হক জানান, মিজানুর দীর্ঘদিন থেকে মাদক সেবন করে অস্বাভাবিক আচরণ করে চলছে । আমরা এগিয়ে না আসলে সে আজ তার বাবাকে মেরেই ফেলতো। তারপরও নিড়ানির আগাতে ছোবেদ আলীর বুক ও পিঠে গভীর ক্ষত হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, পিতার উপর হামলার ঘটনায় একজন আটক আছে। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।