মাগুরা জেলা প্রতিনিধি :
এইচ.এম রাজিব
মাগুরার জাহান ক্লিনিকের মালিক ও পরিচালক মাসুদুল হকের অপচিকিৎসা বন্ধ এবং শাস্তির দাবিতে মঙ্গলবার মানববন্ধন সমাবেশ এবং জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি দেয়া হয়েছে।
বিক্ষুব্ধ মাগুরাবাসির ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন ক্লিনিক মালিকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
সকাল সাড়ে ১০ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ডা. মাসুদুল হকের বিরুদ্ধে নানা অপচিকিৎসার উদাহরণ তুলে ধরে বক্তব্য রাখেন ডা. বাবুল রশিদ, মাগুরা জেলা ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মিরাজ, উচ্ছ¦াস জামান রাব্বি, এনামুল হক, নুর ইসলাম, হুমায়ুন কবিরসহ আরো অনেকে।
বক্তারা মাগুরা শহরে প্রতিষ্ঠিত জাহান ক্লিনিকের মালিক ও পরিচালক ডা. মাসুদুল হককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন। এ সময় মাগুরা জেলা প্রশাসক আলি আকবর বিষয়টির সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন বিক্ষোভকারীদের।