মাগুরা জেলা প্রতিনিধি :
( এইচ.এম রাজিব )
অপহরণের এক দিন পর ইকতার বিশ্বাস নামে এক রাজমিস্ত্রিকে উদ্ধার করেছে মাগুরা পুলিশ।
এসময় অপহরণকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো- শাহিনুর রহমান পলাশ (২৫), শহরের আর্দশ পাড়ার জয় (২০) (২৬)শহরতলীর স্টেডিয়াম পাড়ার সাজ্জাদ হোসেন (৪০) ও শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের তুহিন মোল্যা।
রবিবার ২৬ মে সকাল ১০টায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ ইব্রাহিম এ তথ্য জানান।
উদ্ধার হওয়া ইকতারের বাড়ি সদরের বুধইরপাড়া গ্রামে।
তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
তিনি বলেন, গত ২৪ মে (শুক্রবার) সন্ধ্যায় সদর উপজেলার বুধইরপাড়া গ্রামের ইকতার বিশ্বাসকে অপহরণ করে সংঘবদ্ধ একটি চক্র। পরে ইকতারের পরিবারের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানালে অপহরণকারীদের দেওয়া ফোন নম্বরটি দিয়ে লোকেশন শনাক্ত করে পুলিশ ।
ইব্রাহিম বলেন, শনিবার ২৫ মে রাত ১০টার দিকে সদরের আলমখালী বাজারের উক্ত মোবাইল ব্যাংকিং এজেন্ট নম্বরে টাকা পাঠিয়ে সাদা পোশাকধারী পুলিশ সেখানে অবস্থান নেয়।
এসময় অপহরণকারী চক্রের এক সদস্য তুহিন মোল্যা টাকা এসেছে কিনা খোঁজ নিতে আসলে পুলিশ তাকে আটক করে।
এর পর তার দেওয়া তথ্য অনুযায়ী শহরের স্টেডিয়ামপাড়া থেকে অপহরণকারী চক্রের অন্যতম সদস্য শহিনুর রহমান, সাজ্জাদ হোসেন, ও আদর্শপাড়া থেকে মোহাম্মদ জয়কে আটক করে পুলিশ ।
এছাড়াও এ চক্রের মূল হোতা সোহানুর রহমান এবং রত্না খাতুনের অবস্থান শনাক্ত করে পুলিশ তাদের আটকের জন্য চেষ্টা চালাচ্ছে।
সংঘবদ্ধ এ চক্রটি দীর্ঘদিন ধরে রত্না খাতুন নামে এক নারীকে দিয়ে ফাঁদ পেতে মাগুরার বিভিন্ন পেশার মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে।
ঘটনায় আটক চার জনসহ মোট ছয় জনের নামে মাগুরা সদর থানায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম।