মোঃলোকমান হোসেন,যশোর জোলা প্রতিনিধি:-যশোর মনিরামপুর উপজেলার চিনাটোলা বাজারে মাস্ক না পরায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার(২৭শে মার্চ)বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি)সাইয়েমা হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ঘটনাটি ঘটে এবং ওই বৃদ্ধ ব্যাক্তিদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার ছবিও নিজের মোবাইলে ধারণ করেন সাইয়েমা হাসান।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি ছড়িয়ে পড়লে বিভিন্ন সমালোচনার ঝড় উঠে।
সূত্রে জানা যায়,নভেল করোনাভাইরাস মোকাবেলায় সরকারের দেয়া নির্দেশনায় জনসমাগম নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি)সাইয়েমা হাসানের নেতৃত্বে শুক্রবার বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালত মনিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।
অভিযান চলাকালিন সময় চিনাটোলা বাজারে ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন প্রথমে দুই বৃদ্ধ।এর মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন। অপরজন রাস্তার পাশে বসে কাঁচা তরকারি বিক্রি করছিলেন।তবে তাদের মুখে মাস্ক ছিল না।পুলিশ ওই দুই বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান শাস্তি হিসেবে তাদের কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন।
শুধু তাই নয়,নিজেই তার মোবাইল ফোনে এ চিত্র ধারণ করেন।এ ছাড়াও পরবর্তীতে একই ভাবে অপর এক ভ্যান চলককে কান ধারিয়ে দাঁড় করিয়ে রাখেন তিনি।এ বিষয়ে জানতে মোবাইলফোনে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শাস্তি দেওয়ার কথা স্বীকার করেন।
মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী জানান,কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখার বিষয়টি দুঃখজনক,বিষয়টি খতিয়ে দেখা হবে।
সর্বশেষ সুত্র বলছে, এসিল্যান্ডকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে ইউএনও সবার কাছে ক্ষমা চেয়েছেন।