মধ্য রাতে সেহরি নিয়ে অসহায় মানুষের পাশে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় আলোচিত হিরো আলমকে। গানে কণ্ঠ দেয়া, ভিডিওতে মডেল হওয়া, সিনেমা নির্মাণ ও অভিনয় করা, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় দেখা যায় তাকে। তবে এসবের বাইরে মাঝে মাঝে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও দেখা যায় এ কনটেন্ট ক্রিয়েটরকে।
মাসখানেক আগেই নিজের নামে ফাউন্ডেশন গড়বেন বলে জানিয়েছিলেন। কথা অনুযায়ী ‘হিরো আলম ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনও গড়েন। সেখান থেকে মানুষদের সহায়তার চিত্র ফেসবুকে বিভিন্ন সময় তুলে ধরেছেন তিনি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গতকাল সোমবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম। সেখানে দেখা যায়, মধ্য রাতে অসহায় মানুষদের সেহরির খাবার দিচ্ছেন তিনি।
রাজধানীর মালিবাগ এলাকায় রাস্তার ফুটপাতে শুয়ে থাকা মানুষ ও রাস্তায় চলাচল করা দিনমজুরদের হাতে সেহরির খাবার তুলে দেন হিরো আলম।
এর আগে তিনি জানিয়েছিলেন, রমজানে প্রতি রাতে অসহায় মানুষদের তার সাধ্যমতো খাবার দেবেন তিনি।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন