তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে টিকাদান কার্যক্রম, করোনার নমুনা সংগ্রহসহ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন আজ বৃহস্পতিবার (২৯জুলাই) মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, সিভিল সার্জন ডা. চৌধুরী জালালউদ্দিন মোর্শেদ, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক ও আরএমও ডা. ফয়সল জামান।
হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, রেডক্রিসেন্ট সোসাইটি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় করোনা ভ্যাকসিন প্রদান ও নমুনা সংগ্রহ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে বলে জানান সংসদ সদস্য নেছার আহমদ।
এ সুশৃঙ্খলতা যাতে অব্যাহত থাকে এবং হাসপাতাল যাতে পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেই ব্যাপারে মাননীয় সংসদ সদস্য নির্দেশনা প্রদান করেন এবং সকলকে সচেতন ও সরকার ঘোষিত বিধিনিষেধ মান্য করার জন্য আহবান করেন।