ভোগে নয়, ত্যাগেই মর্যাদা বাড়ে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার যুবলীগের সপ্তম কংগ্রেস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
জাতির পিতার ডাকে যুবসমাজ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘তার দেখানো পথেই মানুষের কল্যাণে কাজ করতে হবে।’
এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম কংগ্রেসে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলুন ও পায়রা উড়িয়ে আওয়ামী লীগের সহযোগী এ সংগঠনের সম্মেলন উদ্বোধন করেন দলীয় প্রধান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের সিনিয়র নেতারা।
যুব সমাজের মেধা কাজে লাগিয়ে সমাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘একটা দেশ গড়ে তুলতে হলে সবেচেয়ে বেশি দরকার যুবকদের মেধা, শক্তি ও মননকে কাজে লাগানো। একজন রাজনীতিবিদ যিনি হবেন, তার দেশকে গড়ার আদর্শ থাকতে হবে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে কাজ করে। বিএনপি স্বাধীনতায় বিশ্বাসী নয়। আমাদের মনে রাখতে হবে-ভোগে নয়, ত্যাগেই মহত্ত্ব। কী পেলাম সেটা নয়, বরং রাজনীতিবিদের চিন্তা হবে কতটুকু মানুষের জন্য করতে পারলাম সেটা। আমাদের যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি থেকে দূরে থাকতে হবে।’
এর আগে সকালে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন সমাবেশ স্থলে। দ্বিতীয় অধিবেশনে যুবলীগের নতুন নেতা নির্বাচন করা হবে।