সারাদেশে উৎপাদক, পাইকারি ও খুচরা বা ভোক্তা পর্যায়ে মুরগির ডিমের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) থেকে এ দাম কার্যকর হবে।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ডিম উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
মহাপরিচালক আখতার খান বলেন, আগামীকাল বুধবার থেকে উৎপাদক পর্যায়ে প্রতি পিস ডিম ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সায় বিক্রির সিদ্ধান্ত হয়েছে। তবে ভোক্তা পর্যায়ে প্রতি ডজন ডিমের দাম হবে ১৪২ টাকা ৪৪ পয়সা।
এদিকে রাজধানীর বাজারে একদিনের ব্যবধানে কেজিতে কাঁচা মরিচের দাম ১৩০ টাকা কমে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারে অন্যান্য সবজি, চাল, মুরগির দাম অপরিবর্তিত থেকে চড়া দামে বিক্রি হচ্ছে।
আজ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:২৭ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ এমআরবি