কিশোরগঞ্জের ভৈরবে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নৌবন্দর।
আজ সোমবার (১১ নভেম্বর) সকালে ভৈরব বাজার নৌবন্দর ঘাট পরিদর্শন শেষে এ কথা বলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগিডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ৯৭ কোটি টাকা বরাদ্দের এ আন্তর্জাতিক মানের নৌবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করা হবে। যারা ক্ষতিগ্রস্থ হবে তাদের জায়গার বৈধ কাগজপত্র থাকলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। এ প্রকল্পের আওতায় ভৈরব নৌবন্দরসহ ১৩টি লঞ্চঘাটের উন্নয়ন কাজ করা হবে। এজন্য সরকারিভাবে জমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্থদের সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
এদিন উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহামেদ মোস্তফা, বিআরডব্লিউটিপি এস সিক্স-এ প্রকল্পের পরিচালক আইয়ুব আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান আহামেদ রাফি, ভৈরব সার্কেল এএসপি নাজমুস সাকিব, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত উল্লাহ প্রমুখ।
আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৫২ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি