গত কয়েকদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসকের পোশাক পরে সন্দেহজনক ঘোরাঘুরি করা এক ভুয়া ডাক্তার কে আটক করেছে হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্যরা। সেই ভুয়া ডাক্তারের নাম মুনিয়া খান রোজা (২৫)। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাকে আটক করা হয়। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
আনসার সদস্যদের জিজ্ঞাসাবাদে মুনিয়া খান রোজা (২৫) ভুয়া ডাক্তার এর বেশে চুরির পাশাপাশি ঢামেক থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতেন এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আইসিইউতে চুরির কথা স্বীকার করেন।
জিজ্ঞাসাবাদে মুনিয়া আরো বলেন, আমি ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের ভুয়া ডাক্তার পরিচয় দিতাম। তবে আমি ভুয়া ডাক্তার নই, চিকিৎসা পেশার সঙ্গে আমি জড়িত না। আমি নীলক্ষেত থেকে এপ্রোন কিনি এবং মিটফোর্ড থেকে স্টেফোস্কপ কিনি। এপ্রোন পরে ডাক্তারদের রুমে ঢুকে সুযোগ পেলে মোবাইল অন্যান্য সামগ্রী চুরি করি। এরপর ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার সদস্যদের প্লটন কমান্ডার(পিসি) মোঃ উজ্জ্বল বেপারী এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।
অভিযুক্ত ভুয়া নারী ভুয়া ডাক্তার মুনিয়ার গ্রামের বাড়ি চাঁদপুর সদর জেলার হামান পদ্দি গ্রামে। তিনি মৃত মোহাম্মদ করিম খানের মেয়ে। আটক নারী রাজধানীর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে ভাড়া থাকেন বলে জানা গেছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:২৯ | শুক্রবার
ডিবিএন/এসই/এমআরবি