লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২য় পর্যায়ে দেয়া ঘর পাচ্ছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও অতি বৃদ্ধ পরিবারের লোকজন। প্রতিটি সেমি পাকা বাড়িতে রয়েছে বারান্দাসহ দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি বাথরুম।
প্রধানমন্ত্রী কতৃক গৃহিত এই প্রকল্পে নিজেকে সম্পৃক্ত রাখতে পারা,নিজের জীবনের সেরা কাজ বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু। আগামী ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরগুলো উদ্বোধন উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭জুন সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রেস ব্রিফিং এ সব কথা বলেন তিনি। এছাড়াও লোহাগাড়ায় এই প্রকল্পে কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা দেশে কেউ গৃহহীন থাকবেনা। এরই লক্ষে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় দেশ অনেক এগিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে আগামী ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারের ঘরগুলো উদ্বোধন করবেন। লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ১৭০ টি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন। প্রতি ঘর নির্মাণ করতে ব্যয় হয়েছে ১ লক্ষ ৯০ হাজার টাকা। আমরা যাতে ঘরগুলোর কাজের মান ভাল হয় সেজন্য সবসময় তদারিকি করেছি। তালিকা করতে ভুলভ্রান্তি হলে আপনারা আমাকে অবগত করবেন। আপনারাই জনগণ ও সরকারের সেতুবন্ধন। ঘরের অনিয়ম হলে কোন ছাড় দিইনি। নির্মাণ শ্রমিকরা কাজের অনিয়ম করছে কিনা সেদিকে সবসময় তদারিকি করেছি, অনিয়মে কাউকে আমরা ছাড় দিইনি, ছাড় দেওয়া হবেনা। তাদের জন্য ২ শতাংশ দলিল তৈরী করে দিয়েছি।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া, লোহাগাড়া প্রেস সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুুহাম্মদ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুুহাম্মদ জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুুহাম্মদ রায়হান সিকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ মিনহাজ মিজবাহ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মুুহাম্মদ ইলিয়াছ, মাওলানা আবদুল জব্বার ফিরোজ, মুুহাম্মদ আবদুল করিম ও আরিফুল ইসলাম রিফাত।