আন্তর্জাতিক ডেস্কঃ ভুটানের আন্তর্জাতিক সীমানার অন্তত আড়াই কিলোমিটার ভেতরে চীন একটি অত্যাধুনিক গ্রাম বানিয়ে ফেলেছে এবং চীনা নাগরিকরা সেখানে স্থায়ীভাবে বাস করছেন – এই দাবিকে ঘিরে ভারতে তোলপাড় পড়ে গেছে। যদিও চীন আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলেনি এ ব্যাপারে। খবর বিবিসির।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএনের সিনিয়র প্রোডিওসার শেন শিওয়েই টুইটারে প্রথম প্যাংডা নামের ওই গ্রামের ছবি পোস্ট করেন। ইয়াডং কাউন্টি থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে যে উপত্যকা, এই গ্রামটি সেখানেই। অবশ্য কিছুক্ষণ পর সেই ছবি মুছেও পেলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের মতে, দুর্বল সামরিক শক্তির দেশ ভুটানের সীমান্তে সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব অনেকটাই পালন করে ভারতীয় সেনাবাহিনী। ওই গ্রামটি বিতর্কিত ডোকলাম সীমান্ত থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে।
ভারতে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূতও ইতিমধ্যে দাবি করেছেন, তাদের দেশের ভেতরে চীনের কোনও গ্রাম নেই – কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও অনেকেই বলছেন যে গ্রামটির ছবি দেখা গেছে সেটি আসলে ভুটানেই।
২০১৭ সালে ভারত-নেপাল-ভুটান, এই তিন দেশের সীমানায় যে ডোকলাম উপত্যকায় ভারত ও চীনের সেনারা বেশ কয়েক মাস ধরে মুখোমুখি অবস্থানে ছিল। প্রায় আড়াই মাস পর কূটনৈতিক প্রচেষ্টায় সমঝোতার পর দু’দেশই সেনা সরিয়ে নেয়। আর কথিত এই প্যাংডা গ্রামটি সেখান থেকে মাত্র নয় কিলোমিটার দূরে বলে ধারণা করা হচ্ছে।
Here's a CGTN news producer openly admiting that China has occupied and now populated part of a sovereign country. This Pangda village has been constructed (as shown by the included map) ~2.5km beyond Bhutan's international border. China now baselessly claims about 12% of Bhutan. https://t.co/3TxNSffYdJ pic.twitter.com/fEAgWXk7Ln
— Nathan Ruser (@Nrg8000) November 19, 2020
এদিকে, ক্যানবেরার একটি থিঙ্কট্যাঙ্কের সঙ্গে যুক্ত, স্যাটেলাইট ইমেজারির বিশেষজ্ঞ নাথান রুসার একাধিক উপগ্রহ চিত্র পোস্ট করে দাবি করছেন – এই এলাকাটি শুধু ডোকলামের কাছেই নয়, ভুটানের স্বীকৃত ভূখন্ডের অন্তত আড়াই কিলোমিটার ভেতরে। সুত্রঃ বিবিসি।