চলচ্চিত্র পরিচালক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২৭ অক্টোবার) বিকেল ৫টার দিকে গুলশান ২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের দুটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
এদিকে আজিজ মোহাম্মদ ভাইয়ের রাজধানীর গুলশানের বাসায় পরিচালিত ক্যাসিনোতে হাইপ্রোফাইল লোকজন জুয়া খেলতে আসতেন বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা।
রোববার সন্ধ্যায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খোরশেদ আলম বিষয়টি জানিয়েছেন।
খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজিজ মোহাম্মদ ভাই ও তার ছোট ভাই ওমর মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় তারা কেউ বাড়িতে ছিলেন না। আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন। দুই ভাইয়ের বাসা পাশাপাশি দুটি ভবনে।
তিনি আরো জানান, এখানে ক্যাসিনোর যেসব সরঞ্জাম পাওয়া গেছে তাতে বোঝা যায় সমাজের খুব হাইপ্রোফাইল লোকজন এখানে খেলতে আসতেন। কারণ এখানে জুয়া খেলা হতো ডলার দিয়ে। এখানে এক সেন্ট থেকে ১০০ ডলারের কয়েন পাওয়া গেছে। যা এর আগে পাওয়া কয়েনগুলো থেকে একেবারেই ভিন্ন। আগে যেসব ক্ল্যাব বা বারে ক্যাসিনোর কয়েন পাওয়া গেছে সেগুলোতে খেলা হতো টাকা দিয়ে।