স্পোর্টস ডেস্ক/S.H:
মাত্র ১৯ বছর বয়সে চলে গেল বাইক রাইডার জেসন ডুপাসকুয়ের। গত শনিবার মোটো থ্রি-র ২০২১ মৌসুমে বাইক নিয়ে রেসে নেমে ট্র্যাকে দূর্ঘটনার শিকার হন জেসন ।
জেসন ২০০১ সালে সুইজারল্যান্ডে জন্ম গ্রহণ করে। ভালোবাসাত বাইক রেস তাইতো ২০১১ সাল থেকেই রেসিং প্রতিযোগিতা অংশগ্রহন করা শুরু করে জেসন। গত শনিবার মোটরসাইকেলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মোটো তৃতীয় ক্লাসে অংশ নেন তরুণ এই রাইডার। ট্র্যাকে স্লাইড করার সময় অন্য একটি বাইকে ধাক্কার মুখে পড়ে জেসন। ছিটকে পড়ে নিজের প্রিয় ট্র্যাকে, নিতে থাকেন শেষ নিশ্বাস। মুহূর্তে মধ্যেই ডাক্তাররা ছুটে আসে জেসনের নিকট। প্রায় ৪০ মিনিট পর্যবেক্ষণ করার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় ফ্লোরেন্সের কারেগি হাসপাতালে। সেখানে সারা রাত তার বুকে অস্ত্রোপচার করা হয়। কিন্তু মস্তিষ্কের ভয়ঙ্কর চোটের কারণে বেঁচে ফিরেনি জেসন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে জেসনের পরিবার ও ভক্তদের মাঝে। মোটোজিপি টুইট করে লিখেন “আমরা গভীর ভাবে মর্মাহত হয়েছি জেসন ডুপাসকুয়েরকে হারিয়ে।” তার এই মৃত্যুতে নির্বাক সতীর্থরা।