চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে একটি মহাসড়কের অংশ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে গাড়ি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় আরও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার গভীর রাত ২টা ১০ মিনিটের দিকে মেইঝো শহর এবং ডাবু কাউন্টির মধ্যে এস১২ হাইওয়ের একটি ১৭.৯ মিটার (৫৮.৭ ফুট) প্রসারিত অংশ ধসে পড়ে। এতে কয়েক ডজন যাত্রীসহ ২৩টি গাড়ি পাশের খাদে পড়ে যায়। প্রবল বৃষ্টির কারণে এ ধসের ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্তৃপক্ষ এক নোটিশে বলেছে, এস১২ মহাসড়কের একটি অংশ উভয় দিক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং গাড়িচালকদের বিকল্প পথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্ধার অভিযানে সহায়তার জন্য প্রায় ৫০০ জনকে ঘটনাস্থলে পাঠিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে জননিরাপত্তা, জরুরি প্রতিক্রিয়া, অগ্নিনির্বাপণ এবং খনির উদ্ধার পরিচালনাকারী বিভাগের লোকজন রয়েছে।
সিনহুয়া জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত সড়ক ধসে ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জন আহত হয়েছে। তবে আহতদের কেউ শঙ্কাজনক অবস্থায় নেই। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে এ প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি বলেছে ঘটনাটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক বিপর্যয়, অবিরাম ভারী বৃষ্টির প্রভাবে ঘটেছে। মহাসড়কের ১৭.৯ মিটার (৫৮.৭ ফুট) প্রসারিত অংশে ধসে পড়েছে। এখন পর্যন্ত ২৩টি যানবাহন কর্দমাক্ত গর্তে পাওয়া গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারী বর্ষণ থেকে বন্যা এবং একটি মারাত্মক টর্নেডো আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গুয়াংডংয়ের বিভিন্ন এলাকা।
সুত্রঃ রয়টার্স, আল জাজিরা।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১০ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি