ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ‘ইন্দুস ভ্যালী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে বাংলাদেশের চার ছবি। এগুলো হচ্ছে শাকিব সনেটের ‘নোলক’, মাসুদ পথিকের ‘মায়া-দ্য লস্ট মাদার’ মিজানুর রহমান লাবুর ‘মালাভাবি’ ও অনার্য মুর্শিদ পরিচালিত ‘কাসিদা অব ঢাকা’।
চারটি ছবির মধ্যে সাকিব সনেট পরিচালিত ও প্রযোজিত ‘নোলক’ চলচ্চিত্রটি পপুলার ক্যাটাগরিতে বাণিজ্যিক সিনেমা হিসেবে মনোনিত হয়েছে। ফেরারী ফরহাদের চিত্রনাট্যে ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা ইয়ামিন ববি হকসহ অনেকে।
মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ওপর সত্য কাহিনি থেকে অনুপ্রাণিত চলচ্চিত্র। ‘মায়া’ ইতিমধ্যে ১৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ও বেশ কিছু পুরস্কারও ঝুলিতে ভরেছে।
আগামী ১ আগস্ট থেকে উৎসবটি শুরু হবে। এর আয়োজক দিল্লিভিত্তিক সাউথ এশিয়ান ফোরাম ফর আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ হেরিটেজ।
উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এ উৎসবে প্রদর্শিত হবে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘পটাখা’। আর সমাপনী ছবি হিসেবে প্রদর্শিত হবে নন্দিতা দাস পরিচালিত ও নওয়াজুদ্দিন সিদ্দিক অভিনীত ‘মান্টো’।