পূর্ব ঘোষণা ছাড়াই আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটের তামাবিল শুল্ক স্টেশন দিয়ে কয়লা রফতানি বন্ধ করেছে ভারত সরকার। একদিনে টন প্রতি দাম বেড়েছে দেড় হাজার টাকা।
দীর্ঘদিন বন্ধ থাকার পর গত পহেলা জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কয়লা আমদানির অনুমতি দেয় ভারত সরকার। এরপর এলসি খুলে ব্যবসা শুরু করেন ব্যবসায়ীরা।
কিন্তু কোন ঘোষণা ছাড়াই আজ থেকে বন্ধ হয়ে যায় কয়লা আমদানি। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। প্রতিদিন এপথে ৩শ’ ট্রাকের মতো কয়লা আমদানি হয়।